ঢাকা: পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে দেশের বিমানবন্দর বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
শনিবার (২১ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মফিদুর রহমান বলেন, পরিস্থিতি ভেবেই ১০ দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ করা হয়েছে।
এখন শুধু ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে প্লেন চলাচল আছে।
‘অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ রুটে যাত্রী আশা যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই রুটের ফ্লাইটও বন্ধ করে দেওয়া হবে,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
টিএম/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।