ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

এভিয়াট্যুর

৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মে ২, ২০২০
৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা: ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। 

শনিবার (২ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।  

বেবিচক চেয়ারম্যান বলেন, যদি করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি হয় তাহলে ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।

তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। বিমানবন্দরগুলোকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।  

তিনি বলেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। প্লেনে মোট আসনের ৭০-৭৫ শতাংশ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।  

দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২১ মার্চ থেকে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর সকল আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। আর ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ০২, ২০২০
টিএম/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।