ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দ এয়ার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালিন্দ এয়ার 

ঢাকা: করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ঢাকায় ফের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়া ভিত্তিক এয়ারলাইন্স মালিন্দ এয়ার। 

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।  

জানা গেছে, গত ১ জুলাই ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় মালিন্দ এয়ার।

 

শুক্রবার (৩ জুলাই) তাদের আবেদন মঞ্জুর করে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক। তবে সপ্তাহের কোন দু’দিন ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ারলাইন্সটির বাংলাদেশ অফিস।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
টিএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।