ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

আগস্টে কুয়েতে ফ্লাইট চালু করবে বিমান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আগস্টে কুয়েতে ফ্লাইট চালু করবে বিমান 

ঢাকা: করোনা ভাইরাসের কারণে সোয়া চার মাস পর আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফের শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

রোববার (২৬ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

বিমান জানায়, আগস্ট মাস থেকে সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি মঙ্গলবার কুয়েতে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান। তবে আগস্ট বলা হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।  

বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন যাত্রীরা।  

বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এই নম্বরে ফোন করে জানা যাবে।  

গত ২৪ মার্চ দেশে আন্তর্জাতিক রুটে প্লেন চলাচল বন্ধ হলে কুয়েতেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। করোনার পর এই প্রথম কুয়েতে শিডিউল ফ্লাইট ঘোষণা করলো সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।