ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

প্লেনের টিকিট নামের সোনার হরিণের অপেক্ষায় সৌদি প্রবাসীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
প্লেনের টিকিট নামের সোনার হরিণের অপেক্ষায় সৌদি প্রবাসীরা প্লেনের টিকিট নামের সোনার হরিণের অপেক্ষায় সৌদি গমনেচ্ছুরা, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষার প্রহর গুণছেন সৌদি প্রবাসীরা।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েকশ’ প্রবাসী প্লেনের টিকিট নামের সোনার হরিণ হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

এ ক'দিন টিকিট নিয়ে অনিশ্চয়তায় দিন কাটলেও বৃহস্পতিবার তা কেটেছে। বৃহস্পতিবার এক থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়।  

সরেজমিন গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশ’ প্রবাসী। সকাল সোয়া ১০টা পর্যন্ত টিকিট দেওয়া শুরু হয়নি। লাইনে দাঁড়িয়ে রয়েছেন টোকেনধারীরা।  

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে। ৫০০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। সম্ভব না হলে শুক্রবার বাকিদের টিকিট ইস্যু করা হবে।  

জানা গেছে, সৌদির টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয়ও স্বস্তিতে রয়েছেন তারা।  

কুমিল্লার লাঙ্গলকোটের বাসিন্দা শামীম বলেন, এ ক'দিন ধরে প্লেনের টিকিট নিয়ে ঘোর অন্ধকারে ছিলাম। তবে আজ সেটা কেটেছে। টিকিটটা হাতে পেলে গত পাঁচদিনের কষ্ট কাটবে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।