ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সৌদি আরবে বিমানের ফ্লাইট বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
সৌদি আরবে বিমানের ফ্লাইট বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: করোনা ভাইরাস মহামারিতে নিষেধাজ্ঞার সপ্তাহখানেক পর আগামী বুধবার (৬ জানুয়ারি) থেকে সৌদি আরবে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

দেশটির রিয়াদ, জেদ্দা ও দাম্মাম এ তিন গন্তব্যে আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এ তথ্য জানায় সংস্থাটি।

বিমান জানায়, সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর ৬ জানুয়ারি থেকে সৌদি আরবগামী ফ্লাইটসমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।