ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

এভিয়াট্যুর

লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুন ৩০, ২০২১
লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

ঢাকা: করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে সড়ক, রেল ও নৌ-পথের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলবে।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এমন ‘বিধিনিষেধ’ দিয়ে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার এক সার্কুলারে অভ্যন্তরীণ রুটে সাত দিনের ফ্লাইট নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ০১ জুলাই থেকে ০৭ জুলাই সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। এছাড়া ত্রাণ ও চিকিৎসা কাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজনে প্রশাসনের অনুমতি নিয়ে চার্টার্ড ফ্লাইটও পরিচালনা করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবিচক। তবে ফ্লাইটের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে চলাচল করতে পারবেন প্রবাসী কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।