ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত প্রজ্ঞাপনের পর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত প্রজ্ঞাপনের পর

ঢাকা: দুই সপ্তাহের কঠোর বিধি-নিষেধের মধ্যে সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। শুধু আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা শর্তসাপেক্ষে চলাচল করতে পারছেন।

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আটদিন শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করা হবে জানিয়েছে সরকার।

সোমবার (১২ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এই আটদিন অভ্যন্তরীণ ফ্লাইট সবার জন্য চালু থাকবে নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর। বিমানের সব কাজ পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মূলত প্রজ্ঞাপনের দিকে চেয়ে আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, ১৫ জুলাই থেকে ২২ পর্যন্ত কীভাবে বিমান পরিচালনা করা হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রজ্ঞাপন জারির পরই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা আসবে সেভাবেই আমরা সব ফ্লাইট পরিচালনা করবো।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।