ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সিলেট হয়ে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
সিলেট হয়ে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল

সিলেট বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি ঢুকে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।  

শনিবার এ খবর নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


বেবিচক জানিয়েছে, ফ্লাইট ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

ইতোমধ্যে সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সংবাদমাধ্যমকে জানান, একটি ফ্লাইট আজ শনিবার সকাল ৮টায় ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়। এর মধ্যে আবার আগামীকাল রোববার ও ২২ জুন বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট রয়েছে। সেগুলোও বাতিল করা হয়েছে।

সূত্র জানায়, বাতিল করা ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আরও এর পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি প্রবেশ করায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।