ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

রাজশাহী-কক্সবাজার ফ্লাইট শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, নভেম্বর ১৬, ২০২২
রাজশাহী-কক্সবাজার ফ্লাইট শুরু বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহী থেকে কক্সবাজার রুটে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে নভোএয়ার।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে গত ২৬ অক্টোবর রাজশাহী নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে মেয়র লিটনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

নভোএয়ারের রাজশাহী ব্রাঞ্চের সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের এ ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী-কক্সবাজার যাতায়াতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।