ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ঝিনাইদহ: রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ঝিনাইদহের সদর উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার (৪ এপ্রিল) সকালে ওই উপজেলার দৌগাছি ইউনিয়নের মধুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দৌগাছি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফয়েজউদ্দিন ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইসাহক আলী জোয়ার্দারের লোকজনের মধ্যে সকালে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষ লাঠি-সোটা, রামদাসহ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের প্রায় ১২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।    

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ