ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিকরগাছায় ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ঝিকরগাছায় ১৪৪ ধারা জারি

যশোর: যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের দু’গ্রপের সংঘর্ষের আশঙ্কায় তিনটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জলিল।

উপজেলার শিমুলিয়া, গোয়াদখালী ও পানিসারা ইউনিয়নে শনিবার (০৯ এপ্রিল) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা অব্যহত থাকবে বলে জানানো হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির মোল্ল্যা বাংলানিউজকে জানান, ৩টি ইউনিয়নের ভোট উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পথসভা করতে যাওয়ার কথা ছিলো। এতে আওয়ামী লীগের অন্যগ্রুপ সংঘর্ষ করতে পারে, এমন অশঙ্কায় ইউএনও ১৪৪ ধারা জারি করেন।

উপজেলা আওয়‍ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, কোনো ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিলো না। যশোরের পুলিশ সুপার আনিসুল রহমান তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য শহীন চাকলাদের বিরুদ্ধে প্রশাসনকে ভুল বুঝিয়ে ১৪৪ ধারা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এটিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ