ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কানাইঘাটে আ. লীগের ৮ বিদ্রোহী প্রাথী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
কানাইঘাটে আ. লীগের ৮ বিদ্রোহী প্রাথী বহিষ্কার

সিলেট: সিলেট জেলার কানাইঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী আট চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সোমবার (১৮ এপ্রিল) তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, দলীয় নির্দেশনা অমান্য করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কানাইঘাট সদর ইউনিয়নের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রাজাগঞ্জ ইউনিয়নে শায়েস্তা মিয়া, তারেক হাসান, রাধিকা রঞ্জন নাথ, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের আব্দুল মহিন চৌধুরী, লহ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ফারুক আহমদ চৌধুরী, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আলাউদ্দিন মড়াই, ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের জালাল আহমদ।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ