ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

চাঁদপুরে আ.লীগের ১২ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
চাঁদপুরে আ.লীগের ১২ চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

চাঁদপুর: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার ১২ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বুধবার (২০ এপ্রিল) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, ফরিদগঞ্জের ফজলুল কাদের চৌধুরী, নূরুর রহমান পাটোয়ারী, আবু তাহের সরকার, রমজান আলী খান, বুলবুল আহমেদ আনোয়ার হোসেন মামুন, এইচএম হারুন।

এছাড়া হাজীগঞ্জের মো. রফিকুল ইসলাম পাটোয়ারী, জিয়াউর রহমান, মির্জা জলিলুর রহমান, মো. দুলাল হোসেন ও সাখাওয়াত হোসেন টিপু।

আগামী ২৩ এপ্রিল এ দুই উপজেলায় ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ