ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

শপথ নিয়েই পরাজিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
শপথ নিয়েই পরাজিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা

তালা (সাতক্ষীরা): ইউনিয়ন ‍পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এসেই পরাজিত প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

সোমবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় খলিলনগর বাজারে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী প্রণব ঘোষ বাবলুর কর্মীদের ওপর হামলা করেন বিজয়ী এস এম আজিজুর রহমান রাজুর নেতৃত্বে তার লোকজন।

এরআগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শপথ নিয়ে ফেরেন আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত আজিজুর রহমান রাজু।

হামলায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দীন, খলিলনগর ইউপির  প্রসাদপুর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য লিয়াকত হোসেনের ছেলে আব্দুল্লা হোসেন আহত হন। গুরুতর অবস্থায় ওই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী বাংলানিউজকে জানান, শপথ নিয়ে এসেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজনের ওপর হামলা করছে চেয়ারম্যানের লোকজন।

নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী প্রণব ঘোষ বাবলু বাংলানিউজকে জানান, তার কর্মী-সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে।

তবে নির্বাচিত চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিজ্ঞা বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে খলিলনগর ইউপি  চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ