ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদা নিজের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলো

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
খালেদা নিজের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: গুলশানের ঘটনার রাতে খালেদা জিয়া নিজের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছেন অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১১ জুলাই) বিকেলে ১৪ দলের সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়া দেশবাসী বা নগরবাসীর নিরাপত্তা চাননি।

নিজের কথা ভেবেছেন।

নানক আরও বলেন, সেই রাতে লন্ডনে তারেক রহমানের ফোন সারা রাত ব্যস্ত ছিলো। কোথায় তিনি এতো ব্যস্ত ছিলেন- সে প্রশ্ন দেশবাসীর থেকেই যাবে।

জঙ্গিবাদ রুখতে পাড়া, মহল্লা, ওয়ার্ডে কমিটি গড়ে তোলার অাহ্বান জানান তিনি।

** গুলশান হামলার দিন পাকিস্তান-লন্ডন থেকে খালেদাকে ফোন

** খালেদা জিয়াকে এতো গুরুত্ব দেবেন না
** জঙ্গিমুক্ত বাংলাদেশের দাবিতে শহীদ মিনারে হাজারো মানুষ
** ১৪ দলের সমাবেশে হঠাৎ বৃষ্টির হানা
** ‘বাংলাদেশ অাপোস করবে না’
** শহীদ বেদীর সামনে নগ্নপায়ে কৃষিমন্ত্রী
** জঙ্গি হামলার প্রতিবাদ জানাতে ঢাকার পথে এমপি এনামুর

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ