ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা: চাঁদাবাজিসহ অর্ধডজন মামলার আসামি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জীবনগাছা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়দুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত সালামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে।

আব্দুস সালাম গত বুধবার (০৩ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের অধিবাসী ফারুক হোসেনের নামে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় জেলা ছাত্রলীগসহ স্থানীয় রাজনীতিকরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ