ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর সহযোগী এম আব্দুর রহিম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
বঙ্গবন্ধুর সহযোগী এম আব্দুর রহিম আর নেই এম আব্দুর রহিম

দিনাজপুর: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সাবেক সংসদ সদস্য এবং বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা এম আব্দুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)।

রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ‍বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এম আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, মরহুমের নামাজের জানাজা বিকেল ৩টায় হাইকোর্ট প্রাঙ্গণে ও পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ
ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পরদিন সোমবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ শহীদ-এ তৃতীয় নামাজে জানাজা ও নিজ গ্রাম দিনাজপুর সদর উপজেলার জালালপুর ঈদগাহ ময়দানে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ