ঢাকা: আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষ হয়েছে। এখন চলছে ঘোষণাপত্রের সংশোধনী প্রক্রিয়া।
রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এ কাউন্সিল অধিবেশন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।
বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে ঘোষণাপত্রের সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
এর আগে দুই পর্বের রুদ্ধদ্বার কাউন্সিলে বিভিন্ন জেলার ৩৫ জন নেতা বক্তব্য দেন। শনিবার (২২ অক্টোবর) দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিভাগের পক্ষে আরও ৬ জন জেলা নেতা। ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে সব মিলিয়ে বক্তব্য দিয়েছেন ৪১টি জেলার নেতা।
সকাল ৯টা ৩৮ মিনিটে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর।
কাউন্সিলের শুরুতেই সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর থেকে বক্তব্য দেন ২৭ জন জেলার নেতা। দুপুর সোয়া একটায় সোয়া এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি দেন সভাপতি শেখ হাসিনা। মুলতবি অধিবেশনে বক্তব্য দেন আরও ৮ জেলার নেতা।
তাদের বক্তব্য শেষ হলে দলের ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদন পর প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর গঠনতন্ত্রের সংশোধনী উত্থাপন করা হবে। সেটি সংশোধন শেষ হলে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসকে/এএসআর
** বিরতি শেষে ফের চলছে কাউন্সিল
** আ. লীগের কাউন্সিল ঘিরে কঠোর নিরাপত্তা
** কাউন্সিল অধিবেশনে যোগ দিতে শুরু করেছেন কাউন্সিলররা