ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শনিবার নিজ জেলায় ওবায়দুল কাদেরকে সংবর্ধনা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
শনিবার নিজ জেলায় ওবায়দুল কাদেরকে সংবর্ধনা  ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

নানা রংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো শহর। প্রধান সড়কের দু’পাশে দুই কিলোমিটারব্যাপী আলোকসজ্জা। বিশাল মঞ্চ। লক্ষ জনতার উপস্থিতিতে নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হবে ওবায়দুল কাদেরকে।

নোয়াখালী: নানা রংয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো শহর। প্রধান সড়কের দু’পাশে দুই কিলোমিটারব্যাপী আলোকসজ্জা।

বিশাল মঞ্চ। লক্ষ জনতার উপস্থিতিতে নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হবে ওবায়দুল কাদেরকে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীতে আগমন উপলক্ষে নোয়াখালী জিলা স্কুল মাঠে বিশাল জনসভায় এ সংবর্ধনা দেবে জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নর্বনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের বড় একটি বহর নিয়ে জনসভায় উপস্থিত হবেন প্রধান অতিথি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তা নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

দলীয় সূত্র জানায়, নোয়াখালী জিলা স্কুল মাঠে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে জেলার কৃতি সন্তান ওবায়দুল কাদেরকে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে গণসংবর্ধনা দেওয়া হবে।  

সংবর্ধনা অনুষ্ঠানে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, জেলাবাসীর আপনজন ওবায়দুল কাদেরকে বরণ করে নিতে নোয়াখালী জিলা স্কুল মাঠে দলমত নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন তারা।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, জনসভার নিরাপত্তা ও ট্রাফিক সিস্টেম সচল রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও আয়োজকের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করা হবে।  

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ