ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন দেখছি না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন দেখছি না

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী...

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইভী বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন দেখছি না। নারায়ণগঞ্জের সাধারণ জনতাই আমার সেনাবাহিনী।

আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই, আবারও উল্লেখ করে তিনি বলেন, এখানে আওয়ামী লীগ সবাই এক। সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করবেন।

আগামী ২২ ডিসেম্বর নাসিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ