ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পল্টু-বাসেত

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পল্টু-বাসেত

ঢাকা: মোজাফফর হোসেন পল্টু ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে মনোনীত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০তম জাতীয় সম্মেলনের পর গত বছরের ২৮ অক্টোবর ৪১ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ৩৮ জনের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

উপদেষ্টা পরিষদে সে সময় স্থান পান ডা. এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ইসহাক মিঞা, মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহীউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর, সতীশচন্দ্র রায়, ড. আবদুল খালেক, ডা. রুহুল হক, কাজী আকরাম উদ্দিন আহমদ, সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, ড. হামিদা বানু, ড. হোসেন মনসুর, সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর জমির, গোলাম মাওলা নকশাবন্দি, ড. মির্জা এম জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, আবদুল হাফিজ মল্লিক পিএসসি, ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ