ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকালে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মহানগর সভাপতি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় তার সঙ্গে, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চুসহ আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এদিকে, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ্মীপুর মোড়ে সকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বী বাদশা, হাবিবুর রহমান সজিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ