আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সদস্য সহিদুর রহমান খান মুক্তি, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সানিয়াত খান বাপ্পার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহায়েরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে আবেদন পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের উপস্থিতিতে এ সভা হয়।
উল্লেখ্য, এমপি রানা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
এদিকে, তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসআই