ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বুধবার থানায় বৃহস্পতিবার জেলায় বিক্ষোভ যুবলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
বুধবার থানায় বৃহস্পতিবার জেলায় বিক্ষোভ যুবলীগের যুবলীগের প্রতিবাদ সমাবেশ।

ঢাকা: সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে বুধবার (২২ মার্চ) দেশের সব থানায় ও পরদিন বৃহস্পতিবার (২৩ মার্চ) সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে যুবলীগ।

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এ কর্মসূচি ঘোষণা করেন। সব থানা ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সর্ব স্তরের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

হারুনুর রশীদ এর সভাপতিত্বে ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার যৌথ পরিচালনায় মঙ্গলবারের সমাবেশে বক্তব্য রাখেন- যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, মোঃ জাকির হোসেন, শাহজাহান ভূইয়া মাখন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, যুগ্ম-সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ।

ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগ সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ঢাকা মহানগর উত্তর যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিবলী সাদিক, সিদ্দিক বিশ্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন- যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশের যুব রাজনীতির অহংকার। পরিচ্ছন্ন এই রাজনৈতিক নেতা হানাহানি-মারামারি, কাদা ছোড়াছুড়ির রাজনীতি পছন্দ করেন না। তিনি প্রগতিশীল যুবরাজনীতির মূর্ত প্রতীক। তিনি কোন দিন ক্ষমতার অপব্যবহার করেননি। বিএনপির নোংরা রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। অপরাজনীতির সমালোচনা করেছেন বলেই তিনি চট্টগ্রাম বিএনপির গাত্রদাহের কারণ হয়েছেন। তাই চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি নেতারা তার সম্পর্কে কটূক্তি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ