ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জবি ছাত্রলীগের সম্মেলন শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জবি ছাত্রলীগের সম্মেলন শুরু জবি ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন- ছবি:আনোয়ার হোসেন রানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রলীগ জবি শাখার সম্মেলনের শুরু হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণের সামনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

এরপর দলীয় সংগীতের সঙ্গে পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজিউদ্দিন রাজু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে রয়েছেন জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম।

সবশেষ ২০১২ সালের ৩ অক্টোবর তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শরিফ-সিরাজ এর নেতৃত্বে এক বছরের কমিটি ঘোষণা করেন। এরপর জবি ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রায় চারবছর ধরে ছাত্রলীগের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিটের পদ দখল করে আছেন। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার বছর পর এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাচ্ছে ছাত্রলীগের অন্যতম হেভিওয়েট এই শাখা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ডিআর/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ