ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বাংলাদেশে আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন দেউলিয়াত্ব’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
‘বাংলাদেশে আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন দেউলিয়াত্ব’

ঢাকা: বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন নিয়ে বিএনপির প্রশ্ন তোলাকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহির্প্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আইপিইউ সম্মেলন বাংলাদেশ সরকার বা জাতীয় সংসদের সিদ্ধান্তে হচ্ছে না।

এটি আইপিইউ এর কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের সংসদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলে ঢাকায় এ সম্মেলন হতো না মন্তব্য করে তিনি বলেন, আইপিইউ সম্মেলন নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ ঘটেছে। তারা যে গণতন্ত্র চায় না সেটিও নগ্নভাবে প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, প্রশ্ন তুলে বিএনপি আইপিইউ’র প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে, অংশগ্রহণকারীদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিদেশের কাছে বাংলাদেশের সম্মানহানি করেছে তারা।

সংবাদ সম্মেলনে আওয়ামী নেতা ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন, মারুফা আক্তার পপি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ