ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বড় বাজেটে বেশি উন্নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জুন ১২, ২০১৭
বড় বাজেটে বেশি উন্নয়ন

ঢাকা: বড় বাজেটে বেশি উন্নয়ন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
 
 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এক বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘মওদুদ সাহেব বলেছেন বড় বাজেটে বেশি দুর্নীতি’, আর আমি বলি, ‘বড় বাজেটে বেশি উন্নতি’।
 
এ সময় উপস্থিত সবার কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, উন্নতি হয়নি, মানুষ সুবিধা পায়নি? পেয়েছে।


 
সোমবার (১২ জুন) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
 
এসময় মন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া আজ আবার একটা হিসাব দিয়েছেন। আমরা নাকি দুর্নীতি করেছি। আমরা নাকি পালানোর পথ পাবো না। আমরা জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত দল। আমরা কোনো ভূঁইফোড় দল নই। উনিতো রমজান মাসেও মানুষ খুন করেন। মানুষের গায়ে আগুন দেন। শ্রমিক, কৃষক, পুলিশ, সাধারণ মানুষ কেউই ওনার থেকে রক্ষা পায়নি।
 
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ধর্মীয় চিন্তাধারা ও বতর্মান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌ-পরিবহন মন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মোল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসনে টিপু প্রমুখ।
 
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. আসাদুজ্জামন দুর্জয়।
 
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ