ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

পদ্মাসেতু-পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, জুলাই ৭, ২০১৭
পদ্মাসেতু-পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত কর্মজীবী নারীদের স্বাস্থ্যসেবা সামগ্রী ও ভাতা বিতরণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এক সময় দক্ষিণাঞ্চল ছিল সবচেয়ে অবহেলিত জনপদ। পদ্মাসেতু ও পায়রা বন্দরের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ এক নতুন পরিচিতি পেয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নেও নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদফতর এ কর্মসূচির আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। একটি গোষ্ঠী দুর্নীতির মিথ্যা অপবাদ দিয়ে নির্মাণ কাজ ব্যাহত করার চেষ্টা করেছিল। তাদের সকল ষড়যন্ত্র ধুলোয় মিশে গেছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু ও পায়রা বন্দর নির্মাণ করছে।

তিনি বলেন,  বৃহত্তর স্বার্থে নারী সমাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কেকনা তিনি অবহেলিত নারী সমাজের মর্যাদা বৃদ্ধিসহ সার্বিক মঙ্গলের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। কর্মজীবী গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয়মাস করেছিলেন শেখ হাসিনাই।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন।

পরে শিল্পমন্ত্রী নারীদের স্বাস্থ্যসেবা সামগ্রী ও ভাতা বিতরণ করেন। যেখানে ৮শ’ নারীকে এ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ