ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাবির একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
ঢাবির একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঢাবির একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

২০১৬ সালের ১৩ ডিসেম্বর আব্দুল জব্বার রাজকে সভাপতি ও এহসান উল্লাহ পিয়ালকে সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো।


 
১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন নয়জন, সাংগঠনিক সম্পাদক নয়জন, সহ-সম্পাদক ১৩ জন এবং সদস্য রয়েছেন আটজন।

হল শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।

নতুন এ কমিটি ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ