ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের হামলায় আহত চৌদ্দগ্রাম যুবলীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ছাত্রলীগের হামলায় আহত চৌদ্দগ্রাম যুবলীগ নেতার মৃত্যু

কুমিল্লা: স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়ে মারা গেলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের যুবলীগ নেতা হাবিবুর রহমান।

সোমবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পুত্র ও ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

নিহতের ভগ্নিপতি মফিজুর রহমান জানান, সোমবার সকাল থেকেই হাবিবুরের অবস্থা খারাপের দিকে যায়। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাজ্জাদ হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ইউনিয়নের নারানকরা এলাকায় হাবিবুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী।  

হামলার পর হাবিবুর রহমানের ভাবি হাজেরা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২/১৫ বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

মামলার আসামিরা হলেন, ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের আলী এরশাদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আজাদ, একই গ্রামের আলী আকাব্বরের ছেলে মো. ইয়াছিন, পার্শ্ববর্তী কোদালিয়া গ্রামের মো. জয়নালের ছেলে ছালেহ আহমেদ সুবজ ও খিল্লাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছেলে মো. কাসেম।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ