ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

চৌদ্দগ্রাম আ’লীগের সহ-সভাপতি বাঙালি আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, অক্টোবর ২৫, ২০১৭
চৌদ্দগ্রাম আ’লীগের সহ-সভাপতি বাঙালি আর নেই চৌদ্দগ্রাম আ’লীগের সহ-সভাপতি বাঙালি আর নেই

কুমিল্লা: কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. শাহ আলম বাঙালি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আশির দশকের ছাত্রলীগ নেতা কাজী মো. শাহ আলম বাঙালি চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি এবং পরে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছিলেন।

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বিকেলে মরদেহ দেখতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান এবং গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ