ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রামগঞ্জে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
রামগঞ্জে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এমরান ও কবির নামে দু’জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টাবর) রাত ৮টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

  

গুলিবিদ্ধ কবির ও এমরানকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক ও ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিন ড্রাইভারের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে রাতে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষ আথাকরা, দেবনগর, দেহলা ও মুক্তারপুর গ্রামে অবস্থান নিয়ে গুলি বিনিময় করে। আথাকরা বাজার এলাকার আশেপাশে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এতে এমরান ও কবির নামে দু’জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের চারজন আহত হন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ