ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৯, নভেম্বর ২, ২০১৭
পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাসত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক অ্যডভোকেট সৌমেন্দ্র চন্দলাল শৈলেন জানান,  হৃদরোগ ও চোখের সমস্যা নিয়ে তিনি ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ