ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি সংলাপের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বিএনপি সংলাপের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি সংলাপের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে

কুষ্টিয়া: বিএনপি সংলাপের নামে নতুন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  
 

হাসানুল হক ইনু বলেন, বিএনপি যতদিন জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করবে না, ততদিন পর্যন্ত একটি বিপদজনক রাজনৈতিক দল হিসেবে থাকবে।

 


তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নতুন করে সংলাপের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই ফাঁদে কোনো গণতন্ত্রমনা মানুষের পা দেওয়া উচিত হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ