শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ৩৬৫ দিন সোনালী ব্যাংক বুথ সেবা কার্যক্রমের উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, কুমিল্লার কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার মো. মাহবুবুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংক লি. ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুখলেছুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোহাম্মদ শামছুজ্জামান প্রমুখ।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, নতুন ব্যাংক বুথ উদ্বোধনের ফলে ভ্রমণ কর জমা দেয়ার জটিলতার অবসান হতে চলেছে। বুথটি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি