মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজবাড়ী সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে কোনো মুহুর্তে নির্বাচন করতে প্রস্তুত।
৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির আরো চার নেতার দুর্নীতির মামলার রায় প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়। আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। রায় নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের কঠোর হাতে দমন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি আওয়ামী লীগ সরকারের রয়েছে। জণগনকে সঙ্গে নিয়ে এ পরিস্থিতি মোকাবেলা করা হবে।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসন ৩৮-এর সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম, রাজবাড়ী পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী জেলার কালুখালী উপজেলায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন।
সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ