বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় অপরাধগুলো বর্তমানে প্যানেল কোর্টে অপরাধ হিসেবে চিহ্নিত আছে।
বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপি ৭ ধারা বাতিল করে আনুষ্ঠানিকভাবে অপরাধের স্বীকৃতি দিয়েছে। ৭ ধারা বাতিল করে তারা প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে।
বাতিল ৭ ধারা অনুযায়ী, কেউ দণ্ডিত হলে বিএনপির সদস্য হতে পারতো না। মনোনয়ন নিতে পারতো না।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপি দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটির নমুনা আমরা দেখতে পেয়েছি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসী কায়দায়। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে।
তিনি নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, যারা জনগণের শান্তি নষ্ট করতে চাইবে তাদের প্রতিহত করতে হবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এইচএ/