রোববার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তালতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, তালতলীতে শিপ বিল্ডিং ও শিপ সাইক্লিং নির্মাণ হলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি বলেন, এদেশের সব উন্নয়নের কৃতিত্বের একমাত্র দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় না এলে এদেশে এত উন্নয়ন হতো না। এর আগে চারজন সরকার ক্ষমতায় ছিল। তারা দেশে লুটপাট করেছে। ওনাদের অর্জন লুটপাট, জঙ্গিবাদ ও এতিমদের টাকা আত্মসাৎ।
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
এর আগে, তারা পটুয়াখালীর খেপুপাড়ায় পায়রা বন্দরের কাছে তালতলী উপজেলার চরনিশানবাড়ীয়া মৌজার শিপ বিল্ডিং ও ছোটনিশানবাড়ীয়া মৌজার শিপ রিসাইক্লিং এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি