রোববার (২৫ মার্চ) দুপুরে সাঈদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ মার্চ রাতে মাদকসহ একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশে সোপর্দ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (২৮)।
এর জের ধরে বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে মাঈদুল ইসলামকে অস্ত্র দিয়ে এলোপাতারি মারপিট করে গুরুতর জখম করেন মুরাদ। এ ঘটনার পরদিন মাঈদুল ইসলাম বাদী হয়ে মুরাদসহ দুইজনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মুরাদকে কারাগারে পাঠান।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ