ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
জবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে ছাত্রলিগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, জবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিতের বেশ কয়েকটি কারণ রয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো- নগর ভবনে টেন্ডার নিয়ে মারামারির ঘটনা। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিক বার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
 
সম্প্রতি নগর ভবনে একটি টেন্ডারের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের আরেকটি শাখার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের অনুসারীরা। এসময় বেশ ক’জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
কেডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ