ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কোটা সংস্কার: আন্দোলনে যোগ দিলো জাবি ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কার: আন্দোলনে যোগ দিলো জাবি ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখা।

বুধবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় একটি বিশাল মিছিল নিয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বাংলানিউজকে বলেন, ‘তাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা তাদের সঙ্গে যোগ দিয়েছে’।

এদিকে পাঁচ দফা দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ