ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, এপ্রিল ১২, ২০১৮
ঢাবির সুফিয়া কামাল হলের ঘটনা তদন্তে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকের সিদ্ধান্তে এ তদন্ত কমিটি গঠন করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ছাত্রলীগের দফতর সেলে জমা দিতে বলা হয়েছে।

গত ১১ এপ্রিল রাতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের নির্যাতনের অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনার তদন্ত করছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ