ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি কৌশলে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়ার চেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বিএনপি কৌশলে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়ার চেষ্টা করছে মাহবুব-উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মাদক বিরোধী অভিযানে দেশের মানুষের মধ্যে যখন স্বস্তি এসেছে, তখন বিএনপি উষ্কানিমূলক বক্তব্য দিয়ে মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে। বিএনপি দেশ ও দেশের মানুষের মঙ্গল চায় না, এটা আরেকবার প্রমাণিত।

শনিবার (২৬ মে) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘সরকার মাদক বিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করছে’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছে।

ঠিক তখনই বিএনপি কৌশলে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়ার চেষ্টা করছে। এটা জাতির জন্য খুবই দু:ভাগ্যজনক।

‘একফোঁটা পানিরও চুক্তি হয়নি’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, প্রধানমন্ত্রী পৃথিবীর যে দেশেই রাষ্ট্রসফরে গিয়েছেন ফিরে এসে তিনি সংবাদ সম্মেলন করে দেশবাসীকে সব কিছুই জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর ফিরে আসা পর্যন্ত মির্জা ফখরুলকে অপেক্ষা করতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ