ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

২৩ জুন আ'লীগের বিশেষ বর্ধিত সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
২৩ জুন আ'লীগের বিশেষ বর্ধিত সভা

ঢাকা: আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আগামী শনিবার (২৩ জুন) বিশেষ বর্ধিত সভা ডেকেছে দলটি।

ওইদিন সকাল ১১টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে বা বড় কোনো সিদ্ধান্ত জানাতে সাধারণত এ ধরনের সভা ডাকা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এ সভাটি গুরুত্বপূর্ণ মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের আগামী দিনের জন্য দিক নির্দেশনা দেবেন বলে জানান দলটির নেতারা।

২০১৬ সালের অক্টোবরের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বর্তমান কমিটি গঠনের পর এটি দ্বিতীয় বিশেষ বর্ধিত সভা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, জেলা/মহানগর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্যরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ