ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার নেত্রী হিসেবে পরিচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার নেত্রী হিসেবে পরিচিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ফটো

পাবনা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমারের নির্মমতার কারণে বাংলাদেশ ১০ লাখ রোহিঙ্গা প্রবেশ করে। অনেক দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে রাজি হয়নি। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে মানবতার পরিচয় দিয়েছেন। এই মানবতায় দৃষ্টান্ত রাখায় শেখ হাসিনা ‘মাদার অব হিউম্যানিটি’ খ্যাতি অর্জন করেছেন। বিশ্বের কাছে তিনি মানবতার নেত্রী হিসেবে পরিচিত।

শনিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসাপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারে থাকতে রোহিঙ্গারা কোনো স্বাস্থ্যসেবা পায়নি।

স্বাস্থ্য সেবার সঙ্গে তারা পরিচিতও ছিলো না। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গাদের খাবারের পাশাপাশি স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনার কারণে দেশে স্বাস্থ্য বিভাগে অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অভূতপুর্ব সাফল্য অর্জিত হয়েছে। হেলথ কেয়ারে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

পাবনার সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, রাজশাহী বিভাগীয় পরিচালক সুনীল কান্তি সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।  

এছাড়াও উপস্থিত ছিলেন- পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, চন্দন কুমার চক্রবর্তী, বিএমএ’র সভাপতি ডা. গোলজার হোসেন, পাবনা পরিবার পরিকল্পনা বিভাগের উপরিচালক মাসুদা একরাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ