ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ভোট শেষ হওয়ার আগেই বয়কট সংস্কৃতি থেকে বের হতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ভোট শেষ হওয়ার আগেই বয়কট সংস্কৃতি থেকে বের হতে হবে

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে নির্বাচনের আগে বয়কট করা, ফলাফলের পরে পুর্নভোটের দাবি তোলা। সিলেটে বিএনপি প্রার্থী ভোট শেষ হওয়ার আগেই বয়কটের ঘোষণা দিয়েছে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

মঙ্গলবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সংলাপের আহ্বান যখন করেছিলাম তখন বিএনপি নেত্রী আসেননি।

 

‘জ্বালাও-পোড়াও করেছেন। সংলাপের কোনো সম্ভাবনা আমি দেখি না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ