ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। সাংবাদিকের দাবির সঙ্গে সরকার একমত। 

শনিবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সুতরাং সরকারকে দোষারোপ করে লাভ নেই, যা সত্য তাই প্রকাশ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, ভেড়ামারা জাসদের সভাপতি আতা-উর-রহমান আতা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।
 
দিনব্যাপী মন্ত্রী মিরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ