ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনী মাঠেই বিএনপিকে মোকাবেলা করতে চায় আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
নির্বাচনী মাঠেই বিএনপিকে মোকাবেলা করতে চায় আ.লীগ বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনী মাঠেই বিএনপিকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের লাল কার্ড দিয়ে নির্বাচনী মাঠ থেকে বের করে দেবে জনগণ। খেলা হবে মাঠে, রেফারি থাকবে নির্বাচন কমিশন (ইসি)।

আর জনগণ যাদের সমর্থন দেবে তারাই সরকার গঠন করবে।  

শনিবার (১১ আগস্ট) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চর কুমারিয়াবাড়ি মনসুর আলী জাতীয় উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় মেনে নেবে আওয়ামী লীগ।  

আগামী নির্বাচনকে ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ মন্তব্য করে দলের সিনিয়র এ নেতা বলেন, নির্বাচনে ভোট দিতে ভুল হলে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হবে, বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে এবং আবার জঙ্গি উত্থান ঘটবে। তাই জনগণ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জনগণের ভোট নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে।  

মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- জামালপুরের সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাহ, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন ও মনসুর আলী জাতীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।  

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মনসুর নগর ইউনিয়নের নির্মাণাধীন সড়ক, কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ