ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, আগস্ট ১৫, ২০১৮
ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে শহরতলীর বিরাসার এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুলসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। 

বুধবার (১৫ আগস্ট) দুপুরে শহরতলীর বিরাসার এলাকার গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

অন্যান্য আহতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিশুক, (২৪), যুগ্ম সম্পাদক নাবিল (২১), ছাত্রলীগ নেতা নাঈম (২১) ও কাজী রিয়াদ (১৭)।  

আহত কাজী খায়রুল বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চ্যাটের জের ধরে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ